বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

নড়াইলে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাটে মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতুর কাজ করতে গিয়ে দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক বাহাদুর শেখের (৪১) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাহাদুর ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার এলেঙ্গা গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে।

সহকর্মীরা জানান, সেতুর পিলারের কাজে ব্যবহৃত লোহারপাত বাহাদুর শেখের মাথায় পড়লে গুরুতর জখম হন তিনি। তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসাপাতালে আনা হলে বেলা সাড়ে ১১টার দিকে বাহাদুর শেখের মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, লোহারপাত মাথায় পড়ে নির্মাণ শ্রমিক বাহাদুর শেখের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com