মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

নড়াইলে দুষ্কৃতকারীদের আগুনে কৃষকের পাকা ধান পুড়ে ছাই

নড়াইল প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের কৃষক নাজমুল মোল্যার পাকা ধান পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।

সোমবার ভোর রাতে জমিতে কেটে রাখা ধান আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এর তিন দিন আগেও ইমরান নামে আরো একজন বর্গাচাষীর পাকা ধান পুড়িয়ে দেয়া হয়। এতে ওই এলাকার কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, দরিদ্র কৃষক নাজমুল মোল্যার ৩৯ শতক জমির ধান কেটে জমিতে স্তুপ করে রেখে আসে। আজ ভোরে এসব ধান বাড়িতে আনার উদ্দেশ্যে গিয়ে দেখতে পান সব ধান পুড়িয়ে দেয়া হয়েছে। তবে কি কারনে কে বা কারা পুড়িয়েছে তা বলতে পারেননি।

অপরদিকে, গত বৃহস্পতিবার একই গ্রামের হতদরিদ্র বর্গাচাষী ইমরান হোসেনের ১৫ শতক জমির কাটা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। এসব ঘটনার পর থেকে ওই এলাকার কৃষকরা আতঙ্কে রয়েছে।

নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com