রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি::
নড়াইল সদরের সীতারামপুর এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে সীতারামপুর ব্রীজ এলাকা থেকে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন জানান, নড়াইল সদরের সীতারামপুর ব্রীজ এলাকায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে, সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। নিহতের জামা ও প্যান্ট পরা রয়েছে, তার মাথা থেতলে গেছে।