সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

নির্বাচনে বাধা দিলে কাউকে ছাড় নয়- উলিপুরে পুলিশ সুপার

কুড়িগ্রাম প্রতিনিধি:: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাধা দিলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম।

মঙ্গলবার (১৪ মে) সকালে উলিপুর উপজেলা অডিটরিয়ামে ভোট কেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালন করে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে হবে। সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে সকল ভোটগ্রহন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেন, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, উলিপুর উপজেলা নির্বাচন অফিসার এরশাদুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com