শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি, একুশের কন্ঠ : শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের যুগপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, যে নিজেকে জয় করতে পারে, সে হল সফল মানুষ। আর নিজেকে জয় করার অর্থই হলো নিজেকে জানা। , তিনি আরো বলেন, সফলতা কঠিন পরিশ্রম, কঠোর অধ্যবসায় এবং কঠিন ডিটারমাইন্ডের উপর নির্ভর করে। আজকে যদি তোমরা কোন স্বপ্ন দেখ, এখান থেকে একটি ডিটারমেশন সৃষ্টি হয়, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবে। এটি খুব বড় পদ নয়।
এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, আমার বিশ্বাস লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অনেক শিক্ষার্থী আছে যারা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, যারা আরও অনেক বড় মর্যদার আসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর কাজী মো: নুরুল ইসলাম ফারুকীর সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো: মোস্তফা কামাল মজুমদার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর উপ-উপাচার্য প্রফেসর ড. আলী নুর রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার প্রমুখ।