বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ যৌথবাহিনীর অভিযানে আটক ২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৫ জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। আটককৃতদের কাছে মাদক, মাদক সবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর‌ তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যাক সদস্য উপস্থিত দিলেন। অভিযান শেষে কর্মকর্তারা বলেন, এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com