মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

নাগেশ্বরীতে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মনোয়ারা বেগম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের বোর্ডেরহাট নেওয়াশীপাড়া থেকে একই এলাকার মাদক কারবারি মোছাঃ মনোয়ারা বেগমকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরো জানায়, তিনি দীর্ঘদিন ধরে তার বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। অনেকদিন ধরে তাকে নজরদারিতে রাখলে উপযুক্ত স্বাক্ষী প্রমানের অভাবে ধরতে পারেনি। অবশেষে সোমবার গভীররাতে মাদকসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com