বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
নিহত স্কুল শিক্ষার্থী মঈন হোসাইন (১৪)। নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মঈন হোসাইন (১৪) নামে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কের দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঈন উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের প্রবাসী টিটু মিয়ার ছেলে। সে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র বলে স্বজনরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জের দিকে যাচ্ছিল স্কুল ছাত্র মঈন। দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাবার সময় ধাক্কা লাগে। এসময় মঈন রাস্তায় পড়ে যায়। মুহুর্তেই ওই সড়কের চলন্ত একটি প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয় ওই শিক্ষার্থী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা প্রাইভেটকারটি আটক করেছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. সুবল বাড়ৈ জানান, এখানে চিকিৎসা দেয়ার আগেই রোগী মারা গেছে।
নিহতের চাচা মন্টু মিয়া বলেন, প্রাইভেটকারটি দ্রুত বেগে চালানোর কারণেই তার ভাতিজা পিষ্ট হয়ে মারা গেছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পরিদর্শন করেছে। পরিবারের আপত্তি থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।