শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
এসময় ফুলের তোড়া দিয়ে খন্দকার আবু আশফাককে অভিনন্দন জানান। নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক আজ সোমবার দুপুরে নবাবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
নবাবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি।
মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ বলেন, নবাবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অবকাঠামোগত সমস্যা, দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা এবং স্ট্যাম্প ভেন্ডারদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে খন্দকার আবু আশফাক তাঁদের ন্যায্য দাবি পূরণে কার্যকর ভূমিকা রাখবেন। বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এ সময় সমিতির সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় উন্নয়ন এবং পেশাজীবীদের সমস্যা সমাধানে গুরুত্ব আরোপ করেন।
আশফাক বলেন, নবাবগঞ্জ ও দোহারের প্রতিটি পেশাজীবী মানুষের সমস্যা সম্পর্কে আমি অবগত। আপনাদের ন্যায়সঙ্গত দাবিগুলো আমার নির্বাচনী অঙ্গীকারের অংশ। নির্বাচিত হলে সাব-রেজিস্ট্রি অফিসের উন্নয়ন এবং আপনাদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আমি আন্তরিকভাবে কাজ করব। দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নেতৃবৃন্দ এ সময় প্রার্থীর উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।