শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ভোক্তাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে নতুন বছরের শুরুতেই। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী তুলনামূলক সাশ্রয়ী দামে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে।

এছাড়া অকটেনের দাম লিটারে ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে গত বছরের মার্চ মাস থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এর ধারাবাহিকতায় প্রতি মাসের শুরুতে বিশ্ববাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।

জ্বালানি তেলের এই মূল্য হ্রাসে পরিবহন খরচ ও দৈনন্দিন ব্যয়ে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com