মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইল জেলার কালিয়া উপজেলার ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্দ্যেগে ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকালে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের কর্মীদের গতিশীল করার লক্ষ্যে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সেলিম মোল্লার সভাপতিত্বে ও যুবদল কর্মী গোলাম রসুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নড়াগাতি থানা যুবদলের আহবায়ক মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু। বাঐসোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক মমিন মোল্লা, যুগ্ম আহবায়ক মোঃ কালন শেখ, জয়নগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব চৌধুরী মহাসিন হোসেন জুয়েল, নড়াগাতি থানা মহিলা দলের সভানেত্রী জোসনা মল্লিক, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কোবাদ সিকদার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ ইকবাল সিকদার, সাংগঠনিক সম্পাদক হিটু মল্লিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সিরাজুল ইসলাম,পলাশ সিকদার, পহরডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব শিকদার, সিনিয়ার সহ-সভাপতি মোঃ জসিম সর্দারসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মাঠে জড়ো হয় শত শত নেতাকর্মীরা।

কর্মী সভায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়া আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমাদের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর অন্যায় নির্যাতন হামলা মামলার শিকার হয়েছে এই ১৭ বছরে যারা হামলা মামলার শিকার হয়েছে দলের দুঃসময়ে পাশে ছিল তাদেরকে মূল্যায়ন করা হবে এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের সাথে সমন্বয় করে চলাফেরা করেছে তাদেরকে এই দলে এবং কমিটিতে জায়গা দেওয়া হবে না তাই আমরা যাচাই-বাছাই করে ত্যাগী নেতাকর্মীকে কমিটিতে রাখা হবে।

বক্তারা আরো বলেন, দলের পরিচয় যারা চাঁদাবাজি দখলদারি করবে তাদের দলে কোন স্থান নেই। কোনো নেশাগ্রস্ত লোককে যুবদলের কমিটিতে রাখা যাবেনা। আগামি নির্বাচনে ভোট সংগ্রহ করে নড়াইল ১ আসনে জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ভোটে জয়যুক্ত করতে হবে। সেই লক্ষে যুবদলের কর্মীকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিটি বাড়ি বাড়ি যেয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলম ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com