বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে হেভিওয়েট দুই প্রার্থী আওয়ামী লীগের মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠ ঘুরে বেড়াচ্ছেন।
শনিবার জনসংযোগ চলাকালীন সময়ে লক্ষীপাশা খেয়াঘাট এলাকায় ওই দুই হেভিওয়েট প্রার্থী একই স্থানে উপস্থিত হলে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আমীর লিটুকে বুকে টেনে নেন। একে অপরকে হাস্যউজ্জল মুখে দু’জন দু’জনকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।
এসময় উপস্থিত সমর্থকেরা মাশরাফির পক্ষে মুহূর মুহূর নৌকা-নৌকা বলে শ্লোগান দেয়। অপরদিকে লিটুর পক্ষে ট্রাক-ট্রাক বলে শ্লোগান দিতে থাকে দুই প্রার্থীর সমর্থকেরা। শ্লোগানে পুরো এলাকায় মুখরিত হয়ে উঠে। আলীঙ্গন শেষে মাশরাফি ও লিটু অন্যত্র জনসংযোগ করার জন্য ওই এলাকা ত্যাগ করেন।
এ ঘটনায় নড়াইল-২ আসনের সুধীসমাজ ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা ও সমলোচনার ঝড় বইছে। তবে একে অপরকে আলীঙ্গনের বিষয়টি সুশীল সমাজ দুই প্রার্থীকে প্রশংসা করছেন। এ আসনে উৎসব মুখর নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটারদের উপস্থিতি প্রত্যেক কেন্দ্রে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।