মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
 এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
এছাড়া উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ইখলাস মোল্যা, যুবদল নেতা সোহেল রানাসহ অনেকে।
বক্তারা, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করেন। বিএনপিসহ জাতীয় রাজনীতিতে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।