বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

নড়াইল-১ আসন স্বামীর নৌকার বিরুদ্ধে ঈগল প্রতীকে লড়বেন স্ত্রী

নড়াইল প্রতিনিধি:: নড়াইল-১ আসন (কালিয়া ও সদরের একাংশে) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক পাওয়া প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক পেয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসফাকুল হক চৌধুরী নড়াইল-১ আসনে প্রতীক বরাদ্দ দেন।

নড়াইল-১ আসনে ৬ জন প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি (নৌকা), তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল), জাতীয় পার্টির মিল্টন মোল্যা (লাঙ্গল), জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম (হাতুড়ি), তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী (সোনালি আঁশ) ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিন (বাইসাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল-১ (কালিয়া- নড়াইল সদরের একাংশ) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ভোটার ২,৭৫,৪০৩ জন। এরমধ্যে ১,৩৯,০১০ পুরুষ এবং ১,৩৬,৩৯৩ জন নারী ভোটার রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com