সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মো. আলমগীর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে মির্জা নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
নড়াইল প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. ইশতিয়াক হোসেন মঞ্জু শনিবার দুপুরে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী (২০২৩-২০২৫) কমিটির নাম ঘোষণা করেন।
কার্যকরী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মলয় কান্তি নন্দী ও মো. হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও এম এম মাহবুবুর রশিদ লাবলু, কোষাধ্যক্ষ সুজয় কুমার বকসী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুন্সি আছাদুর রহমান, দফতর সম্পাদকক লুৎফুল আলম সজল, নির্বাহী সদস্য এনামুল কবীর টুকু, শামীমুল ইসলাম টুলু, এম মনির চৌধুরী, কার্তিক দাস, সুলতান মাহমুদ ও মিরাজ খান।