বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

নড়াইল জেলা পাবলিক লাইব্ররীর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা পাবলিক লাইব্ররীর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসম্বর) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্তু বিরতিহীনভাবে লাইব্রেরীর হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়াগ করেন।

নির্বাচনে অ্যাডভোকেট কাজী বশিরুল হক তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হ্যাট্টিক করেছেন। তিনি পেয়েছেন ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ হাসন আলী জনি পেয়েছেন ২০৯ ভোট।
সহ-সভাপতি পদে বদরুল আলম লিংকন ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী খদকার আলিউল মাসুদ কোটন পেয়েছেন ২৮৬ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ সরাফ উদ্দিন পিকলু ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ হুমায়ুন কবীর পেয়েছেন ২২৪ ভোট।

এর আগে ৭টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন আমিনুর রহমান, কাজী এহসানুল হক সেতু, খায়রুজ্জামান, ফিরোজ খান, মিরাজ শেখ, মাওলানা তৈয়েব্যুর রহমান ও এ্যাডভাকট মিশকাতুর রহমান সজিব।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট লিংকন বিশ্বাস। নড়াইল জেলা প্রশাসক পদাধিকার বলে লাইব্ররীর সভাপতির দায়িত্ব পালন করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com