বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

নড়াইলে স্কুল পর্যায়ে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলে মাধ্যমিক স্কুল ও দাখিল মাদরাসা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ দিকে নড়াইল সদরের মাদরাসা বাজার এলাকায় আবু বক্কার সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম। জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম পলাশ, আবু বক্কার সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীসহ অনেকে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় মাধ্যমিক স্কুল ও দাখিল মাদরাসা পর্যায়ে আটটি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com