শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নড়াইল প্রতিনিধি:: নড়াইল সদরের কাগজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের নবীর মোল্যার ছেলে বাদশা মোল্যা (৪৫) ও একই গ্রামের সবুর শেখের ছেলে আলিম পড়ুয়া কাফিল শেখ (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন।

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com