বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিক্ষিকার মেয়ের সাথে প্রেম করার অভিযোগে স্কুল ছাত্রের রগ কাটা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা নড়াইলের অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর এর নির্দেশনায় ইন্সপেক্টর মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, এসআই (নিঃ) মোঃ আলী হোসেন, এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যশোর জেলার কোতোয়ালি থানার রাজাপুর গ্রামের তরিকুল ইসলাম বাবু এর বসতবাড়ি হতে আসামি মোঃ রয়েল শেখ(৩২)কে আটক করেন। গ্রেফতারকৃত আসামি মোঃ রয়েল শেখ (৩২) নড়াইল জেলার সদর থানাধীন দক্ষিণ নড়াইলের মোঃ নুর ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ রয়েল শেখ(৩২) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, নড়াইল সদর থানাধীন মহিষখোলা গ্রামের মোহাম্মদ শেখের ছেলে আরিয়ান মন্ডল(১৬)কে গত ০৫/১২/২০২৩ তারিখ দুপুরে তুষার শেখ, রয়েল শেখ, রুমানা পারভীন কেয়া, নিশি ও এস এম পলাশগণ বাড়ি থেকে তাকে অপহরণ করে।
তারা ভিকটিম আরিয়ানকে নড়াইল টু গোবরা সড়কের মাঝামাঝি কাড়ার বিলে বরেন্দার বটতলা টু মুলিয়াগামী পাকা রাস্তার পাশে জনৈক মুক্ত এর ঘেরের পাড়ে নিয়ে যায়। এরপর সেখানে আসামি তুষার শেখ ফোনের মাধ্যমে মুকুলকে ডেকে আনেন। পরে মোস্তাইন হাবিব এলান নামে আরেকজন সহযোগী সেখানে উপস্থিত হয়।
পরবর্তীতে তারা সকলে মিলে ভিকটিম আরিয়ানকে চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে ডান পায়ের গোড়ালির রগ কেটে দেয়, ডান পায়ের দাপনার শিরা ও মাংস কেটে দেয়। আসামিদের উপর্যুপরি কোপে ভিকটিমের শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়। এই ঘটনায় গত ০৬ ডিসেম্বর ভিকটিমের দাদি মাসুমা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় ০৬ জনকে আসামি করে একটি মামলা রুজু করেন।
পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান, জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা তৎপর আছে।