মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন

নড়াইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা আইনজীবি সমিতি, নড়াইল পৌরসভা, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সরকারি দফতর, বে-সরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com