বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

নড়াইলে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে শিক্ষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি:: নড়াইলে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল আলমের (৪৯) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই শিক্ষক। সাইফুল আলম নড়াইল শহরের মহিষখোলা পানি মসজিদ এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে ব্যাডমিন্টন খেলছিলেন সাইফুল ইসলাম। এক পর্যায়ে তিনি বুকে ব্যথা আনুভব করেন ও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র মেয়েসহ অসংখ্য গুণরাহী রেখে গেছেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রেজওয়ান জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষক এর মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com