শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

নড়াইলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

নড়াইল প্রতিনিধি:: নড়াইলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের বসতঘর পুড়ে ছাই হয়েছে।

সোমবার রাতে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী পূর্বপাড়া রাজবংশী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাস এলাকার বিকাশ বিশ্বাসের দুই ছেলে। এ দুর্ঘটনায় শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ধারণা এতে পরিবারটির অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসছি এবং তাদের সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ। এ সময় বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের পরিবারের হাতে নগত ১০ হাজার টাকা তুলে দেন এবং তাদেরকে আশ্বস্ত করেন তাদের নতুন করে ঘর নির্মাণ করতে সর্বত্র সহায়তা করবেন।

নড়াইল স্টেশন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com