মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইলে বৈদ্যুতিক মটর দিয়ে পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহীদ বেগ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নড়াইল পৌর ডুমুরতলা এলাকার আমজাদ বেগের ছেলে।
শুক্রবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শহীদ বেগ তার বাড়ির পাশের পুকুর সেচার জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পৌর ১নং ওয়ার্ড (ডুমুরতলা) এলাকার সাবেক কাউন্সিলর সাইফুল আলম বাচ্চু জানান, শুক্রবার সকাল ৭ টায় বৈদ্যুতিক মটর দিয়ে পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদ বেগের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।