মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা কৃষকদলের আহবায়ক হিমায়েত হোসেন ফারুকসহ দুই জনের নামে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। হিমায়েত হোসন ফারুক সদর উপজেলার মধুরগাতি গ্রামের মৃত ফজলুল ফকিরের ছেলে। মামলার অপর আসামী হলেন বিছালী গ্রামের হাফেজ মোল্যার ছেলে সোহেল মোল্যা।
গত বুধবার সদর উপজেলার মধুরগাতী গ্রামের মোল্যা রুহুল আমীন বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন। তিনি ওই গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে।
মামলার বাদী মোল্যা রুহুল আমীনের অভিযোগ, হিমায়েত হোসেন ফারুক বিছালী ইউনিয়নের চেয়ারম্যান। নির্বাচনের সময় তার পক্ষে নির্বাচন না করার কারণে তিনি অত্র মামলার বাদীর ওপর ক্ষিপ্ত ছিলেন। চেয়ারম্যান পদে নির্বাচনে জয়লাভ করার পর থেকে বাদীকে তিনি বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি ও বিভিন্ন সময় চাঁদা নিয়ে আসছেন। গত ৭ এপ্রিল যশোরের নওয়াপাড়া থেকে মোটর সাইকেলযোগে বাড়ীতে ফেরার পথে রাত অনুমান ১১টা ৪০ মিনিটের সময় নড়াইল সদর থানার মধুরগাতী বাদীর বাড়ীর দক্ষিণ পার্শ্বে পৌঁছালে চেয়ারম্যান ও সোহেল মোল্যা মোটরসাইকেল থামাতে বলেন। তখন চেয়ারম্যান ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ওই সময় তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা চেয়ারম্যানের সহযোগী মোল্যা সোহেলের হাতে বাদী তুলে দেন। টাকা নিয়ে সে চেয়ারম্যানের হাতে দেয়। তখন মামলার বাদী মোল্যা রুহুল আমীনকে বাকী টাকা ৭ দিনের মধ্যে পরিশোধ করার জন্য তারা হুমকি দেয়।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুকসহ দুই জনের নামে চাঁদাবাজি মামলা হয়েছে।