শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

নড়াইলে বাল্যবিবাহ অবসান ও শিশুর প্রতি সহিংসতা রোধে অনুষ্ঠিত হয়েছে বাবা সমাবেশ

নড়াইল প্রতিনিধি : জেলা তথ্য অফিসের উদ্যোগে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বাল্যবিবাহ অবসান ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে৷ নভেম্বর মাসব্যাপী এ প্রচারণা চলবে, প্রচারণার অংশ হিসেবে লোহাগড়া উপজেলার ৮০টি স্থানে এলাকার জনপ্রতিনিধি ও জনসাধারণ নিয়ে বাল্যবিবাহ অবসান, শিশুর প্রতি সহিংসতা রোধ এবং শিশুর সুস্থতা বা মঙ্গলের লক্ষ্যে বাবা সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস নড়াইলের আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউপি সদস্যের বাড়ির উঠোনে এবং হাট-বাজার-মোড়ে অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহের অবসান, শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধ এবং শিশুর সুস্থ ভবিষ্যতে নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর উপস্থিত জনপ্রতিনিধি এবং জনসাধারণের সাথে পারষ্পরিক মতবিনিময় এবং আলোচনা করা হয়।

বাবা সমাবেশে উপস্থিত সকলে বাল্যবিবাহ অবসান, শিশুর প্রতি যেকোন সহিংসতা বন্ধ এবং শিশুর মঙ্গলময় জীবন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com