সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি:: দূনীতি ও অনিয়মের অভিযোগে আলোচিত নড়াইলের দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী বেগমের সংযুক্তির আদেশ জারি করা হয়েছে। নড়াইল জেলা প্রাথমিক অফিসারের পাঠানো তদন্ত প্রতিবেদনের আলোকে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে প্রধান শিক্ষক শেফালী বেগমকে নড়াইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পূণরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সংযুক্তির আদেশ প্রদান করেন।
এ ঘটনায় দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. খালিদ হাসান, ম্যানেজিং কমিটির সদস্য তৌহিদ মিনাসহ শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও প্রধান শিক্ষক শেফালী বেগমের নামে বিভাগীয় মামলাসহ শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত, নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের সংবাদ টেলিভিশনসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্যসহ এলাকাবাসী প্রধান শিক্ষক শেফালী খানমের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের কারণে বিদ্যালয়ের শিক্ষারমান ও পরিবেশ ধ্বংসের দ্বারপ্রান্তে মর্মে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও মানববন্ধন করেন।