বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

নড়াইলে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন গ্রামের স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়। লক্ষ্মীপাশা ও বাঁশগ্রাম ইউনিয়নের ৩ হাজার মানুষকে এ সুবিধা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফজলুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম ফজলুল হক।

বিশেষ অতিথি ছিলেন আয়মান রিয়েল এস্টেট অ্যান্ড এগ্রো ফার্মের চেয়ারম্যান এস কে মফিজুর রহমান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা নড়াইল সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শেখ ইলিয়াস হোসেন, আমাদা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কে এম নাসির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক গাজী আলমগীর হোসেন, নিরপাদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, ফাউন্ডেশনের সহসভাপতি বদরুল ইসলাম শেখ, সহসভাপতি আলমগীর হোসেন, সত্য নারায়ণ ফুড কোম্পানির কর্মকর্তা সেলিম রেজা, রিয়াজুল ইসলামসহ অনেকে।

প্রত্যেককে দুই কেজি করে আটা ও সায়াবিন তেল, এক কেজি করে চিনি ও ডাল, সরিষার তেল এবং ডিটারজেন্ট পাউডার দেয়া হয়েছে। এছাড়া ফজলুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাড়ে ৩০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি পলাশ মোল্যা জানান, দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে স্বল্প আয়ের মানুষেরা এ প্রকল্পের মাধ্যমে ন্যায্য্যমূল্যে খাদ্য সহায়তা সুবিধা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com