বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

নড়াইলে দৈনিক ওশান পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি : নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ওশান পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক ওশান পত্রিকার সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ সাংবাদিকবৃন্দ।

অতিথিবৃন্দ বলেন, দৈনিক ওশান পত্রিকা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আমরা আশা করছি। নড়াইল থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকাটির আরো সাফল্য ও সমৃদ্ধ কামনা করেন সবাই।

এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও নবাগত পুলিশ সুপার মেহেদী হাসানকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com