বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

নড়াইলে জাতীয় পার্টির প্রার্থী ফাইফুজ্জামান ফিরোজ প্রচার-প্রচারণায় ব্যস্ত

নড়াইল প্রতিনিধি:: নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজার প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট খন্দকার ফাইফুজ্জামান ফিরোজ নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন যতোই ঘনিয়ে আসছে নড়াইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা জনসংযোগে নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠছে। প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটের পাল্লা ভারি করতে হাটেবাজারে পথপ্রান্তরে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

এদিন তিনি সদর উপজেলার মাইজপাড়া হাটে জনসংযোগ চালিয়েছেন। তিনি কর্মীসমর্থকদের নিয়ে হাটের বিভিন্ন অলিতেগলিতে লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে লাঙ্গল প্রতিকে ভোট চান। সকলকে উদ্বুদ্ধ করেন ভোটকেন্দ্রে যেতে। তবে বিগত বছরগুলোতে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে জাতীয় পার্টির প্রার্থী সুষ্ঠু ভোট নিয়ে ভোটাররা শঙ্কিত বলে জানান।

নড়াইল-২ আসনে ক্রিকেটার মাশরাফী বীন মোর্ত্তজার বিপরীতে জাতীয়পার্টি, ওয়ার্কার্স পার্টি অন্যান্য দলের মোট ৫জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com