বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

নড়াইলে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজাসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে লোহাগড়া উপজেলার শালবরাত কদমতলা এলাকা থেকে দুই যুবককে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম গ্রেফতাররের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে মো. আলাউদ্দিন শেখ (২৫) এবং ডিগ্রীরচর গ্রামের ওবায়দুল শেখের ছেলে মো. আশিক শেখ (২৪)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনিসুজ্জামান ও মো. মাহাফুজুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।

এসময় উপজেলার শালবরাত কদমতলা এলাকা থেকে মো. আলাউদ্দিন শেখ ও মো. আশিক শেখ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে আসামিদের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
ওসি মো. ছাব্বিরুল আলম বলেন, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com