শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫ মেট্রিক টন চাল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে দুই ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় মোহাম্মদপুর উপজেলার নোহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা এক চাল ব্যবসায়ীকে আটক করে এবং চালগুলো জব্দ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারের ডিলার মো. হিমায়েত হোসেন ও নালিয়া বাজারের ডিলার কামরুজ্জামান শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করেন। চালগুলো কিনে মাগুরা জেলায় নিয়ে যাচ্ছিলেন চাল ব্যবসায়ী মিলন হোসেন। পথে মোহাম্মদপুর উপজেলার সুজাপুর গ্রামের পাঁচ রাস্তার মোড়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা নছিমনটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫ মেট্রিক টন চাল উদ্ধার হয়। পরে নোহাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ ও ব্যবসায়ী মিলন হোসেনকে আটক করে।
অভিযুক্ত ডিলার কামরুজ্জামান মুঠোফোনে বলেন, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।
অন্যদিকে ডিলার হিমায়েত হোসেন জানান, আমি যাদের চাল দিয়েছি, তারা চাল বিক্রি করে দিয়েছে। এতে আমার দোষ কোথায়?
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ বলেন, ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।