শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

নড়াইলে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করলেন এমপি মাশরাফী

নড়াইল প্রতিনিধি:: নড়াইলে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষক পর্যায়ে প্রনোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু প্রমূখ।

গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডালের জন্য জেলায় মোট ১৯ হাজার ২৬০ জনকে ৭ প্রকারের বীজ ও সার বিতরণ করবে কৃষি বিভাগ। এর মধ্যে লোহাগড়া উপজেলায় মোট ৭ হাজার ২’শ ৪০ জন কৃষককে প্রনোদনা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com