মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য অজিফা খানম দেড় শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামে তার নিজ বাড়ির আঙিনায় অসহায় মানুষের মাঝে এগুলো বিতরণ করেন। এ সময় ইতনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইতনা গ্রামের তপন গাজী বলেন, এর আগে অজিফা খানমের কাছ থেকে একাধিকবার সহযোগিতা পেয়েছি।
ঈদ উপলক্ষে তার নিকট থেকে একটি লুঙ্গি পেয়ে আমি খুবই খুশি। আ’লীগ নেত্রী অজিফা খানম বলেন, প্রতিবছরই নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি । করোনা কালীনও যথেষ্ট সহযোগিতা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবসেবা অনুসরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ গুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম। সেবা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।