বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড ঘটেই চলেছে। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে তারাশি গ্রামের মুনসুর মোল্যা (৪৫) ও জাকির মোল্যা (৪৩) কে মারাত্মক রক্তাক্ত জখম করেছে।
মারাত্মক আহত মুনসুর ও জাকির এবং তাদের স্বজন, নড়াইল সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মুনসুর ও জাকির নিজ বাড়ি হতে স্থানীয় মাইজপাড়া বাজারে আসছিলেন। বাড়ি হতে কিছু দুর এগিয়ে আসলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি নিয়ে হামলা চলানো হয়। ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ির আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
আহতদের স্বজনদের অভিযোগ পূর্বশত্রুতার জের ধরে তারাশি গ্রামের ওমর, তারিক, শরিফুল, বিল্লাল, হুমায়ুন, মাসুম, বাচ্চু, রফিকুল, মনিরুল, হাসানসহ আরোও অনেকে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ সন্ত্রাসী চক্র তারাশি গ্রামের সরোয়ার মোল্যার উপর হামলার ঘটনাকে পুজি করে গত অক্টেবর মাসের ২৯ ও ৩০ তারিখে তারাশি গ্রামে প্রতিপক্ষের ৩টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
পুলিশি হস্তক্ষেপে তারা কিছুদিন নিরব ছিল। আবারও তারা এ গ্রামের মুনসুর ও জাকিরের উপর হামলা করে হত্যাচেষ্টা চালিয়েছে। তাদেরকে হাতুড়ি ও লোহার রড দিয়ে এমনভাবে পেটানো হয়েছে যে, তাদের শরীরের অধিকাংশ জায়গায় কেটে ফেটে রক্তাক্ত জখম হয়েছে। হাত-পায়ের জয়েন্টগুলি ভেঙ্গে গেছে। নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অপরাধিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।