বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উদ্যোগে কালিয়া শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রী কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। মুল প্রবন্ধ উপস্থাপনা করেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামাল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিদর্শক মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, ক্যান্সার এটিকে নিয়ন্ত্রণা করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।

অনু্ষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com