সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

নওগাঁ সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

মোঃ সাইদুল ইসলাম হেলাল, প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর ধামইরহাটের কালুপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি অভিযান চালিয়ে ২৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া বিজিবি পৃথক অভিযান চালিয়ে উপজেলার বস্তাবর সীমান্ত এলাকা থেবে ২৬০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে,  বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কালুপাড়া বিওপির কমান্ডার সুবেদার মো.আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ২৬০/১০ এর অভ্যন্তরে আলতাদিঘী গ্রামের মাঠে ধান ক্ষেতে অভিযান চালায়। অভিযানে মালিক বিহীন অবস্থায় ২৩১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

অপরদিকে শুক্রবার (৪ এপ্রিল) ভোরে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. ইয়াদ আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ২৬৮ এর অভ্যন্তরে দক্ষিণ চকযাদু টিএন্ডটি এলাকায় অভিযান চালিয়ে ২৬০ পিস ট্যাপেন্টাডলসহ দুই চোরাকারবারিকে আটক করে।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন ১৪ বি জি বি অধিনায়ক পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com