মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আরজি নওগাঁ শেরপুর এলাকায় পুকুরে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা ওই এলাকার সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮), টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ফরহাদ (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। পুকুরে গোসল শেষে দুজন বাড়ি চলে যায়। আর বাকি চারজন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়। পরে তারা দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করেন স্বজনরা। এ সময় কাদায় আটকে থাকা অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে বিকেল ৩টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের অজান্তে তারা পুকুরে গোসল করতে নামলে এই ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com