রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
ধামরাই প্রতিনিধি, ঢাকা ॥
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ধামরাই প্রেসক্লাবের ৭ম দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোঃ আব্দুর রশিদ তুষার (মাইটিভি) সভাপতি এবং মোঃ আব্দুল আহাদ (বাবু) (মোহনা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন এই কমিটি আগামী দুই বছর ধামরাই প্রেসক্লাবের নেতৃত্ব দেবে।
শনিবার (১১ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফলের বিস্তারিত:
সভাপতি পদে মাইটিভির প্রতিনিধি মোঃ আব্দুর রশিদ তুষার তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কণ্ঠের মোঃ আবু হাসানকে পরাজিত করে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোঃ আবু হাসান পেয়েছেন ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ (বাবু) বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি ২৩ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী সময়ের কণ্ঠস্বরের মোঃ আব্দুল কাদের ৭ ভোট পেয়েছেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন:
যুগ্ম সাধারণ সম্পাদক: চ্যানেল এস-এর মোঃ রাসেল হোসেন (২৩ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী রাজধানী টিভির মোঃ আঃ হালিম পেয়েছেন ৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক: দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন (রুবেল) (২৪ ভোট)। প্রতিদ্বন্দ্বী দেশকাল নিউজের মোঃ শওকত হোসেন সৈকত পেয়েছেন ৭ ভোট।
নির্বাচন প্রক্রিয়া:
উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. হাসান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ শেষে তিনি বলেন, “সকল প্রার্থী ও সদস্যদের সহযোগিতায় সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে প্রেসক্লাবের নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, এবং বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। নতুন কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর ধরে ধামরাই প্রেসক্লাবের কর্মকাণ্ড পরিচালনা করবে।