সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৩ বোতল মদসহ আটক ১

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৪৭ বিজিবির অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩ বোতল মদ এবং একটি মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার সময় মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাবিলদার মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল অভিযানটি পরিচালনা করে।

অভিযান চলাকালে বাংলাদেশী নাগরিক মোঃ হাসিম আলী (৪৩)কে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ১৩ বোতল মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আটক আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন দৌলতপুর থানায় হস্তান্তরের মাধ্যমে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com