বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
দৌলতপুর কৃষক সংগঠনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদ আহম্মেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন মথুরাপুর পশ্চিমপাড়া এলাকায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজওয়ানুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান, মোঃ আব্দুল মান্নান, মোছাঃ সুরাইয়া পারভীন।
কর্মশালা শেষে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মথুরাপুর কৃষক সংগঠনের সভাপতি হিসাবে আব্দুল্লাহ আল মিন, সহ-সভাপতি শাহানাজ বানু, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন এবং কোষাধ্যক্ষ উজ্জল হোসেনের নাম ঘোষণা করা হয়।