সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দৌলতপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে পৃথক দু’টি অভিযানে চড়াই কুড়ি ও আলিমডোবা এলাকা থেকে ভারতীয় মদ ও ইয়াবাসহ ১জনকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপি’র দায়িত্বপ্রাপ্ত এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চড়াই কুড়ি এলাকার বাবু বিশ্বাস এর ছেলে চোরাকারবারী মিজানুর রহমান (৪৫)কে ১৩১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় ৮৫/১৩-এস পিলারের ৩৭৫ গজ অভ্যন্তরে আলিমডোবা নামকস্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১,৪৬,৩০০ টাকা বলে জানান তারা।

এব্যাপারে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামার রনি বলেন, ইয়াবাসহ আটককৃত ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং মালিকবিহীন ভারতীয় মদ ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com