শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

দোহারে প্রতিমা ভাংচুরের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক:: দোহার উপজেলার জয়পাড়া সরকারি বিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন দক্ষিণ জয়পাড়া দাসপাড়া একতা যুবসংঘের দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় সিদ্দিক (১৯) নামে এক মাদকাসক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক সিদ্দিক জয়পাড়া বটিয়া গ্রামের আব্দুল রহমানের ছেলে।

ৎস্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাচঁটার দিকে উপজেলার জয়পাড়া সরকারি বিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন দক্ষিণ জয়পাড়া দাসপাড়া একতা যুবসংঘের দূর্গা মন্দিরে সিদ্দিক নামে এক মাদকাসক্ত ঢুকে পড়ে। এসময়ে মাদকাসক্ত সিদ্দিক রড দিয়ে মন্দিরের প্রধান প্রতিমা দূর্গাসহ ছয়টি মূর্তির হাত-পা ও মাথা ভেঙ্গে ফেলে। স্থানীয় জনতা ধাওয়া করে সিদ্দিককে (১৮) ধরে ফেলে এবং ধোলাই দেয়। সংবাদ পেয়ে দোহার পুলিশ সিদ্দিককে আটক করেন। পরে সিদ্দিককে পুলিশের হেফাজতে রাখা হয়।

এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবিন্দদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী দক্ষিণ জয়পাড়া দাসপাড়া একতা যুবসংর্ঘ দূর্গা মন্দিরের সভাপতি নিতাই কর্মকার জানান, আমি সংবাদ পেলাম একটি ছেলে রডদিয়ে মন্দিরের তালা ভাঙ্গছে। তখন উপস্থিত সবাই ভাবছিলাম তালার চাবি হয়তোবা হারিয়ে ফেলেছে, সেজন্য তালা ভাঙ্গা হচ্ছে পূজার করার জন্য। কিন্তু কিছুক্ষন পরে শুনি ঐ ছেলে মন্দিরে হামলা করেছে।

জানা যায়, সিদ্দিক একজন নেশাগ্রস্ত। কিছু দিন আগেও সিদ্দিককে রিহাব থেকে মুক্ত করে এনেছেন তার অভিভাবক। তবে এ ঘটনায় আমাদের এখানে কোন সাম্প্রদায়িকতার সমস্যা হবে না।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার বিকালে আটক সিদ্দিক রড হাতে হঠাৎ করে মন্দিরে প্রবেশ করে প্রথমে তালা ভাঙ্গে। পরে মন্দিরে থাকা ৬টি প্রতিমার হাত-পা ও মাথা ভাঙ্গে। পরে মন্দিরে থাকা স্থানীয় কয়েকজন ধাওয়া করে মাদকাসক্ত সিদ্দিককে আটক করে ধোলাই দেয়। সংবাদ পেয়ে পুলিশ মাদকাসক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো, এর পিছনে কারো যোগসাজশ আছে কিনা তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com