শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

দোহারে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

নিহত কিশোর মুক্তাদির (১৪)।

নিজস্ব প্রতিবেদক:: বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে বাড়ির কাছেই পুকুরে গোসল করতে যায় কিশোর মুক্তাদির (১৪)। এর পর আর বাসায় না ফেরায় সকলে মিলে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ি থেকে একটু দুরে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে স্বজনরা।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে দোহারের দক্ষিণ শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের কোরবান আলীর ছেলে।

এদিকে ২৪ ঘন্টা আগে দোহারে আরো ২জন পানিতে ডুবে মারা গেলে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতংক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও স্বজনরা জানায়, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তিন বন্ধুর সাথে ফুটবল খেলতে যায় মুক্তাদির। খেলা শেষে শরীরে ধুলাবালু মাখার কারণে বাড়ি থেকে একটু দূরে পুকুরে গোসল করতে যায়। সে সাতাঁর জানতো না। মুক্তাদির মেঘুলা মালিকান্দা স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। ছেলের শোকে পাগল প্রায় মা মুক্তা আক্তার কান্নায় ভেঙ্গে পড়েছে। ঘরে অসুস্থ স্বামীকে নিয়ে কষ্টের সংসারে মরার উপর খরার ঘা দশা হয়েছে।

নিহত মুক্তাদিরের মামা হারুনুর রশিদ বলেন, ওর বন্ধুরাই ওকে উদ্ধার করেছে। গোসলের এক ফাঁকে সে ঘাটলার নিচে ঢুকে পড়ে। বন্ধুরা গোসল শেষে উঠে তাঁর পায়ের সেন্ডেল দেখলেও মুক্তাদিরকে না পেয়ে পানিতে খুঁজতে নামে। এরপর তাঁর ডুবন্ত লাশ পায়। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

এদিকে গত শুক্রবার দুপুরে একই উপজেলার সুতারপাড়ায় শিশু সাকিব ও সুন্দরীপাড়া গ্রামের রাসেল মৃধা (২৪) পানিতে ডুবে মারা যায়। স্থানীয় ক্ষুদে ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, একের পর এক পানিতে ডুবে শিশু কিশোর ও যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিন পরিবার ও স্বজনদের বাড়িতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে দোহার থানার ওসি হাসান আলী বলেন, কেউ বিষয়টি জানায়নি। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com