রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা ও রোম সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন।

রবিবার রাত ৩টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে, রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের একদিন পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রোম থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন।

তিনি সকাল ৯টা ৩০ (বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিট) মিনিটে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টা ২৫ এপ্রিল চার দিনের কাতার সফর শেষে তার পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সরাসরি রোমে যান।

শনিবার তিনি পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন।

শেষকৃত্যের আগে এবং অনুষ্ঠানের পরে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক এবং গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা এবং রানী, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট, নরওয়ের প্রিন্স এবং রাজকুমারী, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচটেনস্টাইনের প্রিন্স এবং রাজকুমারী, ডব্লিউএইচওর মহাপরিচালক, আইওসি’র সভাপতি টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার পবিত্র রোমান চার্চের কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি অধ্যাপক ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন। আন্তঃধর্মীয় সংলাপের জন্য ডিকাস্ট্রির কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাদও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন অধ্যাপক ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন।

চার দিনের কাতার সফরকালে অধ্যাপক ইউনূস দোহার আর্থনা শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কাতার বিশ্ববিদ্যালয়ে ‘থ্রি জিরো’ বিষয়ে একটি বক্তৃতাও দেন।

প্রধান উপদেষ্টা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের বেশ কয়েকজন মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেন। ২১ এপ্রিল অধ্যাপক ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com