বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেছন, ইউনিয়ন তথ্য কেন্দ্র গুলোতে সার্ভার সমস্যা একটি বড় সমস্যা। সকল সমস্যা চিহ্নিত করে উপরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
জনগন যাতে উপকৃত হয় সেদিকে ইউনিয়ন সচিবদের লক্ষ্য রাখার আহবান জানিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, এ দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে শত ভাগ কাজ করতে হবে। দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব সকলের রয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উদযাপন এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সভায় এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জাফরুল্লাহ, মোঃ কফিল উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, ইউনিয়ন সচিব ও তথ্য কেন্দ্রের উদ্দ্যোক্তাবৃন্দ।
এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন। জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন”।