সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের দশমাইলে মিনিবাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নশিপুর গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আজ দুপুর ৩টায় এ দুর্ঘটনার খবর নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
নিহতরা হলেন- সাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৪৫), একজন শিশু (৫)। অন্য নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের তিনজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনকে স্থানীয় আলতাফুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে দিনাজপুর শহর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে কাহারোলের কান্তনগর মেলায় যাচ্ছিল। এটি নসিপুর নামক স্থানে পৌঁছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা নাসিব পরিবহনের একটি বাস অটোটিকে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো ছয়জন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যান।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা দিনাজপুর সড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক বাসটিকেও জব্দ করেছে পুলিশ।