শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

থানায় লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হলে সমাজে হানাহানি বাড়ছে—এ্যানি

থানায় লুট হওয়া অস্ত্র গুলো উদ্ধার না হলে সমাজে হানাহানি বাড়ছে---এ্যানি

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: কেন্দ্রিয় বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময় বিভিন্ন সন্ত্রাসীদের হাতে থাকা এবং ৫ আগষ্ট সরকার পতনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি।

৫ মার্চ (বুধবার) দুপুরে তার নিজ বাসভবনের সম্মেলন কক্ষে বন্যায় ক্ষতিগ্রন্থ ব্যাক্তিদের মাঝে ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড: হাছিবুর রহমান।

তিনি বলেন, সংস্কার, নির্বাচনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সংস্কার, নির্বাচন আয়োজন চলবে অপর দিকে সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে খুন, করবে হানাহানি করবে এমন সুযোগ বাংলার মাটিতে দেওয়া হবেনা। বর্তমান অন্তবর্তি সরকার যদি এসব অবৈধ অস্ত্র উদ্ধার না করে তা হলে সমাজে হানাহানি আরও বাড়বে। এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে এসব অস্ত্র সন্ত্রাসীরা ব্যবহার করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা অবনতি ঘটেছে চুরি, ছিনতাইসহ নানান অপরাধ বেড়েছে। মানুষের জনমনে উদ্বেগ বেড়েছে বর্তমান সরকার কে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য আমরা বার বার দাবী জানিয়ে আসছি। পরে তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে ৪০ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com