সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

তীব্র গরমে মানুষ দ্রুত বুড়িয়ে যাচ্ছে: গবেষণা

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক, একুশের কণ্ঠ:: তীব্র গরমের কারণে মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তন এসেছে এমনকি ‍দ্রুত বুড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে বলে একটি গবেষণায় জানানো হয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মানুষ নানা রকম রোগে ভুগতে শুরু করেছে। অধিক তাপমাত্রা মানুষের স্বাভাবিক জীবন যাপনের পরিবেশ নষ্ট করছে।

খ্যাতনামা বৈজ্ঞানিক জার্নাল নেচার ক্লাইমেট চেঞ্জে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে। তাইওয়ানের ২৫ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর ১৫ বছরের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, ‘‘গরমের প্রভাবে মানুষের জৈবিক বয়স (biological age) দ্রুত বেড়ে যাচ্ছে। টানা দুই বছরে মাত্র চার দিন অতিরিক্ত হিটওয়েভের মুখোমুখি হলে একজন মানুষের জৈবিক বয়স প্রায় নয় দিন বেড়ে যায়। প্রধানত যারা বাইরে শারীরিক শ্রমের কাজ করেন, তাদের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি একই সময়ে তাদের জৈবিক বয়স গড়ে ৩৩ দিন বৃদ্ধি পেয়েছে।

গবেষকরা জানান, অতিরিক্ত গরমের প্রভাবে মানুষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে কিন্তু এর ক্ষতিকর প্রভাব এড়াতে পারছে না।

গবেষকদের মতে, তীব্র গরম এখন আর কেবল একটি সাময়িক অসুবিধা নয়, বরং এটি মানুষের দ্রুত বার্ধক্য ও জটিল স্বাস্থ্যঝুঁকির এক নীরব চালক।

উল্লেখ্য, পেশাগত জীবনে যারা অনেক বেশি চাপে থাকেন, পারিবারিকভাবে যারা সুখী নন, যারা দীর্ঘমেয়াদি কোনো রোগে আক্রান্ত হয়েছেন এবং মাদক গ্রহণ করেন তাদেরও দ্রুত বুড়িয়ে যাওয়ার প্রবণতা বেশি।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com