মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

তিস্তায় নৌকাডুবি ৯ম দিনে যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৯ম দিনে আনিছুর রহমান (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। নৌকা ডুবির ঘটনায় এখনো ৩জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বজরা ইউনিয়নের চর বজরা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনিছুর রহমান বজরা এলাকার চাঁদ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদী বেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৯ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন। এরমধ্যে বৃহস্পতিবার দুপুরে আনিছুর রহমান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নৌকা ডুবির ঘটনায় এখনো রুপালী বেগম (২৩), ইরা মনি (১০) ও শামীম (৫) নিখোঁজ রয়েছেন।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সাব-কর্মকর্তা আব্বাস আলী জানান, আনিছুর রহমান নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আনিছুর রহমান নামের এক যুবকের মরদেহ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com