শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বিরোধপূর্ণ জমিতে থাকা তালগাছের শাঁস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফজলুর রহমান তরফদার (৬৫) নামের এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে বিরোধপূর্ণ জমিতে থাকা তালগাছের শাঁস কাটতে গেলে ফজলুর রহমান ও প্রতিপক্ষ দেলোয়ার হোসেন গাজীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজলুর রহমান ও দেলোয়ার হোসেন গাজী আহত হন। পরে গুরুতর আহত ফজলুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত ফজলুর রহমান বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামের মৃত আশ্বাদ আলী তরফদারের ছেলে। তিনি ডেমা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেলোয়ার হোসেন গাজীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ফজলু তরফদারের একটি জমি নিয়ে বিবাদ ছিল। ফজলু তরফদার রোববার বিকেলে জমির একটি তালগাছের শাঁস কাটতে গেলে দেলোয়ার গাজী ও তার ছেলে আব্দুল্লাহ গাজীসহ আরও কয়েকজন বাধা দেয়। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজলুর রহমান ও দেলোয়ার হোসেন গাজী আহত হন।
নিহতের ছেলে গিয়াস তরফদার বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দেলোয়ার হোসেন গাজীদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। বিকেলে ওই জমিতে থাকা তালগাছের শাঁস কাটতে যায়। তখন দেলোয়ার ও তার তার ছেলে আব্দুল্লাহ গাজীসহ আরও কয়েকজন আমার বাবাকে মারধর করেন। পরে বাবাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আমার বাবা মারা যায়।
আহত দেলোয়ার হোসেন গাজী বলেন, ফজলুর রহমান আমাদের জমির তালশাঁস কাটতে আসে। বাধা দিলে সে আমাকে কোপ দেয়।এতে আমার হাত কেটে যায়। পরে আমার লোকজনও ফজলুর রহমানকে মারধর করে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ফজলুর রহমান নামের একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।